মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ॥ বালাগঞ্জে সরকারি নির্দেশনা মেনে হোম কোয়ারেণ্টাইনে না থাকায় দেশে আগত ৩জন প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) বিকালে বালাগঞ্জ সদর ইউনিয়ন ও বোয়ালজুড় ইউনিয়নে পৃথক অভিযানে ১জনকে ১০ হাজার টাকা এবং অপর ২জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে ২জন নারী এবং ১জন পুরুষ। অবশ্য গোপনীয়তার জন্য তাদের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রান্ত জটিলতা এড়াতে সরকারি নির্দেশনার আলোকে বালাগঞ্জে দেশে আগত প্রবাসীদের বাড়ি বাড়ি নজরদারি জোরদার করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বালাগঞ্জের ৩জন প্রবাসীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা) দেবাংশু কুমার সিংহ। বালাগঞ্জ এ ব্যাপারে আলাপকালে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হোম কোয়ারেণ্টাইন মেনে চলার ব্যাপারে দেশে আগত প্রবাসীদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে তদারকি করা হবে।