আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্পের উদ্যোগে বালাগঞ্জের দেওয়ান বাজারে সূচনার সুবিধাভোগী নারীদের মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট নারীদের কাছে ১৯টি সেলাইমেশিন বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় ইউনিয়নের ৩৮টি কিশোরী ক্লাবের সদস্যদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকালে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ইউপি সদস্য আব্দুল জলিল বেবী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সচিব মো. ইয়াহিয়া সিদ্দিক, উদ্যোক্তা মো. আরাফাত হোসেন, সূচনার বালাগঞ্জ উপজেলা সমন্বয়কারী মো. মিজানুর রহমান, টেকনিক্যাল অফিসার রফিকুল ইসলাম, পুষ্টি কর্মকর্তা ঝন্টু পাল, পিএসআইএসও মো. শফিকুল ইসলাম, মনিটরিং অফিসার মো. শফিকুল আলম, ইউনিয়ন সমন্বয়ক মো. আসলাম উদ্দিন, ফিল্ড ফ্যাসিলেটর মো. মুক্তার হোসেন, দেওয়ান বাজার ইউনিয়নের গ্রাম আদালত কর্মকর্তা অপর্ণা দাস, অফিস সহকারী গোবিন্দ চন্দ প্রমুখ।