স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বালাগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ অনুষ্ঠিত হয়। স্থানীয় মোরারবাজারস্থ মৌবন সুপার মার্কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী এমএ মালেক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মোরারবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গফুর শরিষপুরী। আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরনী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শিরমান উদ্দিন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. তারা মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা হাজী গুলশের আলী, আজমল হোসেন, রুহুল আমিন, আহমদ আলী, ডা. মুহিবুল হক শাহিন, তজমুল আলী, শামীম আহমদ, শফিকুল ইসলাম, সুহেল বারী, আহমদ আলী, পলাশ আহমদ, রমজান আলী, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগ নেতা সালেহ আহমদ, রাফি হোসাইন, সিদ্দিকুর রহমান, মাসুম আহমদ, ফাহিম আহমদ, তারেক আহমদ প্রমুখ।