বালাগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে স্বামীর মৃত্যুর পর স্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে, করোনাভাইরাস উপসর্গ নিয়ে মৃত রফিক মিয়ার রিপোর্ট নেগেটিভ এসেছে। পাশাপাশি মৃত রফিক মিয়ার ছেলে তানভির’র রিপোর্টও নেগেটিভ হয়েছে। মৃত রফিক মিয়া বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নূরপুর গ্রামের বাসিন্দা। গত সোমবার (০৮ জুন) রাতে সিলেট পিসিআর ল্যাব থেকে এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম শাহরিয়ার আলাপকালে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। করোনা শনাক্ত রফিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৪০) এবং ছেলে তানভির (২০) সুস্থ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩১মে রাতে ‘করোনাভাইরাস উপসর্গ’ নিয়ে শারীরিক অসুস্থতাজনিত কারণে গৃহকর্তা রফিক মিয়া মারা যান। তার মৃত্যুর পর এলাকায় ‘করোনাভাইরাস সন্দেহে’ আলোচনার সূত্রপাত হয়। এর পরিপ্রেক্ষিতে পরদিন সোমবার (০১জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম রফিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম ও তার ছেলে তানভির এবং মৃত রফিক মিয়ার নমুনা সংগ্রহ করেন। এসব নমুনার মধ্যে গত সোমবার (০৮ জুন) রাতে সিলেটের পিসিআর ল্যাব থেকে মনোয়ারা বেগমের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত রিপোর্ট বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবহিত করা হয়। অবশ্য সংগৃহিত নমুনার মধ্যে মনোয়ারা বেগমের ছেলে তানভির এবং মৃত রফিক মিয়ার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম শাহরিয়ার আলাপকালে সত্যতা নিশ্চিত করেছেন।