মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিক উপলক্ষে বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ মার্চ) দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মাহমদ হোসেন। পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাশ।
আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান খলকুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুুক্তি সম্পাদক মির্জা আব্দুল হক জালালাবাদী, উপ দপ্তর সম্পাদক গোবিন্দ দাস, সদস্য আব্দুর রশিদ, হারুনুর রশিদ জায়েদ, ইউনিয়ন শাখার সহ-সভাপতি আব্দুল হক বাবু, মহিউদ্দিন লেচু, আজমল বেগ, আব্দুল হান্নান, আপ্তাব আলী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, যুবলীগের সভাপতি দুলাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবুল আহমদ, কৃষক লীগ সভাপতি মো. তফুর আলী, সাধারণ সম্পাদক জিল্লুল হক প্রমুখ।
সভায় মুজিববর্ষ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।