মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়ক উন্নয়ন, বালাগঞ্জে কুশিয়ারা নদীতে সেতু নির্মাণ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বড়াভাঙ্গা নদী পুনঃখননসহ অসংখ্য উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সিলেট-৩ আসনের জনগণের জীবনমান উন্নত হবে। তিনি এসব উন্নয়নকাজ যথাযথ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
বালাগঞ্জ উপজেলার মোরারবাজারে ৩৫লাখ টাকা ব্যয়ে নির্মিত সবজিসেড ও পান-সুপারী সেড উদ্বোধন উপলক্ষে গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দেওয়ান বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমান।
বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. দুদু মিয়া, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নূরু, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব আব্দুল কাদির খসরু, জালালপুর ইউনিয়ন আওয়ীমী লীগের সাধারণ সম্পাদক ওয়েস আহমদ, আওয়ামী লীগ নেতা নেছাওর আলী, খায়রুল ইসলাম, কয়েছ আহমদ, আবরু মিয়া, মুতাহির আলী, আমিন উদ্দিন, হাজী সায়েস্তা মিয়া, যুবলীগ নেতা তুরণ মিয়া, কয়েসুল আলম কয়েছ, আব্দুল শাহাদাত রুকন, আব্দুল্লাহ রহমান, ছাত্রলীগ নেতা এমরুল হক, জাকির হোসেন প্রমুখ।