করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে বালাগঞ্জের খাঁপুর গ্রামে বসবাসরত কর্মহীন অসহায় শ্রমজীবী এবং দুস্থ ৪৫টি পরিবারকে ওসমানীনগর উপজেলার গোপালপুর (থানাগাঁও) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী কবির আহমদ মুকিত’র অর্থায়নে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। গত রোববার (১৯ এপ্রিল) বিকালে খাঁপুরস্থ (পীরবাড়ি) খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তৃতা করেন সমাজকর্মী আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আজমল হোসেন, রুহেল মিয়া প্রমুখ। এসময় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু উপস্থিত ছিলেন।
বক্তৃতাকালে সমাজকর্মী আবুল কালাম আজাদ খাঁপুর গ্রামের কর্মহীন অসহায় শ্রমজীবী এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য প্রবাসী কবির আহমদ মুকিতকে ধন্যবাদ জানান। তিনি করোনাভাইরাসজনিত মহামারি প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন শ্রমজীবী ও দুস্থদের সহযোগিতা করতে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।