বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীর লুনা। তিনি এক বিবৃতিতে বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম. মুজিবুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমদুল হক, পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, ফ্রান্স প্রবাসী ইয়াসিন আলী, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহীন আলম, ছাত্রদল নেতা সোলেমান বেগ, শাহরিয়ার আহমদ খালেদ, আদিল আহমদ রিমন, আবুল কালাম, হোসাইন আহমদ জাহিদ, আনছার আলী, ইমাম উদ্দিন, আমিনুর রহমান তুহেল, নূরুল ইসলাম নিহাদ, ইমন এহসান, শাহরিয়ার হুসাইন লিমন, মো. শাহজাহান, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন, জুনেদ আহমদ, জাবুল আহমদ, নূরুল ইসলাম, আতিক আহমদ, মির্জা সুজন মিয়াসহ অজ্ঞাতদের আসামী করে বালাগঞ্জ থানায় দায়েরকৃত মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে সরকার বিএনপির দেশে ও প্রবাসে থাকা নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। বর্তমান সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে এ ধরনের আচরণের মাধ্যমে নিজের ক্ষমতাকে পাকাপক্ত করতে চায়। তিনি অবিলম্বে এ ‘মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবী জানান’। উল্লেখ : গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তারিখ: ০৪ সেপ্টেম্বর ২০২০। দায়েরকৃত মামলার বাদী হয়েছেন বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. শায়েস্তা মিয়া।