বালাগঞ্জে আজ শনিবার (০২ জানুয়ারি) জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জুয়েল আহমদ। সাংবাদিক শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাকিব ভুইয়া, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, ইউপি সদস্য আব্দুস শহীদ, জয়দীপ চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে বালাগঞ্জ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৮টি হুইল চেয়ার, ৬টি শ্রবনযন্ত্র এবং সমাজ সেবা অফিসের পক্ষ থেকে ৭টি হুইল চেয়ার, ২টি সাদাছড়ি, ক্যান্সার ও কিডনী রোগের মধ্যে অনুদান, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।