বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজারে ‘গহরপুর ছাত্রকল্যাণ পরিষদ'র আত্মপ্রকাশ এবং কমিটি গঠন করা হয়েছে। ‘সেবামূলক কাজের প্রত্যয়ে,পাশি আছি নির্ভয়ে’ এ শ্লোগানকে ধারাণ করে সর্বস্তরের শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এ সংগঠন গঠন করা হয়েছে। গত শনিবার (০৪ জুলাই) সংগঠনের ১৫সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণার মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গঠিত কার্যকরি কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি ইব্রাহিম ফরহাদ, সহ-সভাপতি আব্দুল মুহাইমিন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রিপন, সহ-সাধারণ সম্পাদক মাইজুর রশিদ মাহিন, সাংগঠনিক সাধারণ সুজেল আহমদ, অর্থ সম্পাদক ওমর হোসেন জামিল, প্রচার সম্পাদক শিহাবুল ইসলাম অনিক, দপ্তর সম্পাদক আব্দুল বাসিত, আইটি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক খন্দকার শাকিল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক নূরুল আমিন নিহাদ, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক হাফিজ মো. আব্দুল জলিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান শাকিল। সদস্যরা হলেন, কামরান আহমদ, আব্দুল ওয়াহাব, ফয়েজ আলম রাব্বী। এছাড়া গঠিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মুনিম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, শিক্ষানুরাগী, সমাজকর্মী এনায়েতুর রহমান রাজু, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা, শিক্ষানুরাগী, সমাজসেবী মো. ছালিকুর রহমান, গহরপুর আল ফালাহ একাডেমি দাখিল মাদরাসার শিক্ষক মো. আব্দুল করিম।