বালাগঞ্জ উপজেলায় নতুন করে আরও একজন করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছেন। গত শনিবার (১৩ জুন) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এ রির্পোট প্রকাশ করা হয়েছে। করোনাভাইরাস পজেটিভ শনাক্ত শাহ জামাল (৪৫) উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের খারমাপুর গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পজেটিভ শনাক্ত রিপোর্ট প্রকাশের পর আজ রোববার (১৪ জুন) ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ এবং বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম শাহরিয়ার এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, ওই ব্যক্তি সম্প্রতি ভারত সফর করে এসেছেন।