করোনাভাইরাসের উপসর্গ নিয়ে লিটন দাস লিকন (৩৭) নামে বালাগঞ্জের স্থানীয় এক সাংবাদিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। আজ রোববার (১৪ জুন) দুপুর ১২টার দিকে সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বাড়ি উপজেলা সদরের চানপুর গ্রামে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ছেলে, ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিটন দাস লিকন গত কয়েকদিন যাবত সর্দি, জ্বরসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। গত শনিবার (১৩ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা প্রদান করেন। এরপর আজ রোববার (১৪ জুন) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার আরও অবনতি হওয়ায় সিলেট শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়ার পথে দুপুর ১২টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আজ রোববার (১৪ জুন) বিকালে স্থানীয় শ্বশানে সাংবাদিক লিটন দাস লিকনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ এবং বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম শাহরিয়ার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাংবাদিক লিটন দাস লিকনের মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তারা আলাপকালে জানিয়েছেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। এদিকে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য লিটন দাস লিকন অন-লাইন পত্রিকার ‘আজকের সিলেট ডটকম’র বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত ছড়া, কবিতা লিখতেন। সাংবাদিক লিটন দাস লিকনের মৃত্যুতে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি হুসাইন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কাদির, আবুল হোসেন ইমন, কোষাধ্যক্ষ এসএম হেলাল, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. শিপন খান, আবুল কাশেম অফিক, তারেক আহমদ, এএস রায়হান গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও বালাগঞ্জ অন-লাইন প্রেসক্লাব’র পক্ষ থেকে ক্লাবের সভাপতি আবুল কাশেম অফিক, সাধারণ সম্পাদক দিপক লাল পুরকায়স্থসহ ক্লাবের সদস্যরা সাংবাদিক লিটন দাস লিকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।