বালাগঞ্জে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত একজনের বাড়ি আজ শুক্রবার (১২ জুন) লকডাউন করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের উপস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে এ লকডাউন করে দেয়া হয়। এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার (১১ জুন) দু’দফায় উপজেলার ৪জনের করোনাভাইরাস পজেটিভ রির্পোট এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ারগাঁও গ্রামের ৬৫বছর বয়সী জনৈক (ক্যান্সার আক্রান্ত) পুরুষের করোনাভাইরাস পরীক্ষার রির্পোট গত বৃহস্পতিবার রাতে সিলেট থেকে পজেটিভ আসে। এরপর শুক্রবার দুপুরে ওই বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার (১১ জুন) সকালে ঢাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দু’জন এবং বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে কর্মরত একজনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট এসেছে। গত ৩জুন এ ৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল বলে জানা গেছে। করোনাভাইরাস পজেটিভ শনাক্তদের মধ্যে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন অফিস সহকারী (৩০) এবং অন্য জন এমএলএসএস (৩২)। এছাড়া বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে কর্মরত ব্যক্তি (৩০) কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন। সাংবাদিকদের সাথে আলাপকালে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস.এম শাহরিয়ার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে বালাগঞ্জে করোনাভাইরাস পজেটিভ ‘এক্টিভ কেস’ ৫জনের সকলের শারীরিক অবস্থা ভাল আছে। জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ঢাকার আইইডিসিআর’র ল্যাব থেকে প্রথম ৩জনের রিপোর্ট এসেছে এবং রাতে হাড়িয়ারগাঁও গ্রামের ওই ব্যক্তির রিপোর্ট এসেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ আলাপকালে জানিয়েছেন, পূর্ব গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ারগাঁও গ্রামের করোনা পজেটিভ শনাক্ত ব্যক্তির বাড়ি দুপুর দেড়টার দিকে লকডাউন করা হয়েছে।