বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, ১৪দলের মুখপাত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করেন বালাগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৯ জুন) বাদ জুময়া বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার মৈশাসী-হামিদপুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে-বিদেশে মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।