বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজারে ৪শ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ঘরে থাকা কর্মহীন, অসহায় শ্রমজীবী ও দুস্থদের মধ্যে সরকারের পক্ষ থেকে ‘জিআর’র কর্মসূচির আওতায় এসব চাল বিতরণ করা হয়।
গত বুধবার (০৮ এপ্রিল) দিনব্যাপী সামাজিক দূরত্ব বজায় রেখে এসব চাল বিতরণকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবী আমিনুর রহমান তুহেল, নূরল আমিন, ইমরান আহমদ, সাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।