মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ উপজেলার ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক সফিক উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মুজিবের পরিচলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য খালেদ আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, প্রবীণ সমাজকর্মী হাজী মনোহর খান, হাজী এম.এ মালেক, আব্দুল কাদির খসরু, যুক্তরাজ্য প্রবাসী মতাহির আলী খসরু, ইউপি সদস্য আমির উদ্দিন রতন, আইয়ুব উল্লাহ, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজ গভর্ণিং বডির সদস্য হেলিম উল্লাহ, তজমুল আলী, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাওলানা আজমান আলী, মোহাম্মদ আলী গোলশের, আনোয়ার আলী, শিক্ষানুরাগী তোফায়েল আহমদ সুহেল, তারা মিয়া, মতাহির আলী, ফখরুল ইসলাম, আজিজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খলিল, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান পংকি, মাহমুদুন নেছা, সুমন রায়, মো. আব্দুল খালিক, আল আমিন, শহিদুল ইসলাম, শুভ লস্কর, সুজন চন্দ্র বণিক, আব্দুল্লাহ আল মুঈন, সালেহ আহমদ প্রমুখ।