বালাগঞ্জ উপজেলার নশিওরপুর গ্রামের কনু মিয়া হত্যা মামলার গ্রেফতারকৃত প্রধান আসামী আব্দুল ওয়াহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দুইদিনের রিমাণ্ড শেষে গত শনিবার (২৫ জুলাই) আদালতে সে এ স্বীকারোক্তি প্রদান করেছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাগঞ্জ থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আব্দুল ওয়াহিদের রিমাণ্ড মঞ্জুর করেন। এরপর গত ২৩ ও ২৪ জুলাই বালাগঞ্জ থানা পুলিশের জিম্মায় দুইদিনের রিমাণ্ড শেষে গত শনিবার (২৫ জুলাই) তাকে আদালতে হস্তান্তর করা হয়। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিকালে আব্দুল ওয়াহিদ কনু মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য : গত ২৪জুন দুপুরে বালাগঞ্জের নশিওরপুর গ্রামের কনু মিয়া প্রতিপক্ষ আব্দুল ওয়াহিদের হামলার শিকার হয়ে পরদিন ২৫জুন ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ২৬জুন বালাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। নিহত কনু মিয়ার ছোটবোন নাছিমা বেগম বাদী হয়ে দায়েরকৃত মামলা নম্বর-০৬। মামলায় আব্দুল ওয়াহিদকে প্রধান আসামী করা হয়। এছাড়াও দায়েরকৃত মামলায় আব্দুল ওয়াহিদের পিতা আব্দুল কাদির ও ছোটভাই আবু জাহিদকেও আসামী করা হয়েছে। এরপর মামলার প্রধান আসামী আব্দুল ওয়াহিদকে গত ১৩ জুলাই ভোর ৪টার দিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। দায়েরকৃত মামলার অন্য অভিযুক্তরা পলাতক রয়েছেন। আলাপকালে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান জানিয়েছেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে।