বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে সামাজিক সংগঠন ‘ইব্রাহিমপুর সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে সদস্য পরিচিতি এবং জাতীয় শোক দিবস উপলক্ষে পবিত্র কোরআন শরীফ উপহার প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে নব-গঠিত এ সংস্থার উদ্যোগে গত শনিবার (১৫ আগস্ট) রাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি রেজুয়ান আহমদ রাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, ইউপি সদস্য আহমদ আলী, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী ইসলাম উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সহ সাধারণ সম্পাদক এমএ কাদির, সংস্থার উপদেষ্টা সদস্য সমাজকর্মী আব্দুল আলম পিন্টু, ব্যাংক কর্মকর্তা এনাম আহমদ, সেলিম আহমদ, শিপু আহমদ, ফয়জুল ইসলাম, রুহেল আহমদ, সংস্থার সাধারণ সম্পাদক আইমান আহমদ, সাংগঠনিক সম্পাদক সাজু আহমদ, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, আইন বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, সাহিত্য সম্পাদক সেবুল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক খালেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামের ৩জন মাদ্রাসা ছাত্রকে পবিত্র কোরআন শরীফ উপহার প্রদান করা হয়। সংস্থার সদস্যদের পরিচিতি এবং আলোচনা শেষে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।