বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সরকারি মোবাইল নম্বর ‘ক্লোন’ করার সংবাদ পাওয়া গেছে। এ ব্যাপারে আলাপকালে উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষকসহ পরিচিতজনদের কাছে ক্লোন করা ওই নম্বর থেকে কল করে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাংশু কুমার সিংহ আলাপকালে সরকারি মোবাইল নম্বর ‘ক্লোন’ হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।