মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ উপজেলার আল হেরা আইডিয়াল একাডেমিতে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, শিক্ষানুরাগী সৈয়দ মুহাম্মদ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ রোববার (০১ মার্চ) দুপুরে একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সৈয়দ মুহাম্মদ আলী। সভাপতিত্ব করেন একাডেমির প্রিন্সিপাল আশিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন একাডেমি পরিচালনা কমিটির সহকারী ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আবুল কাশেম অফিক, একাডেমির ভাইস প্রিন্সিপাল নিখিল রঞ্জন দাস, আবুল কাশেম, সারোয়ার হোসেন সাকিব, আলী আকবর, মারুফ আহমদ, মুরসালিন আহমদ প্রমুখ।