দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের শহীদ নগর (চাঁদগাও গ্রামের) মরহুম আলী আকবর কনট্রাকটরের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান বাবা’র আদর্শকে লালন করে প্রতিবছর ব্যতিক্রম অনুষ্ঠান আয়োজন করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি শুক্রবার নিজ গ্রাম চাঁদগাওয়ের বাড়িতে মিলাদ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে গ্রামবাসী আত্মীয়-স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, এতিম ও অসহায় মানুষদের সম্মানে প্রীতি ভোজের আয়োজন করেন। সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুশৃংখলভাবে কয়েক হাজার মানুষের দুপুরের খাবার সম্পন্ন করেন । ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান বলেন,আমার বাবা মরহুম আলী আকবর কনট্রাকটর অত্যান্ত সামাজিক ও সাংগঠনিক ব্যক্তি ছিলেন, তারই ধারাবাহিকতায়ই আমি প্রতি বছর গ্রামবাসী আত্মীয়-স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, এতিম ও অসহায় মানুষদের সম্মানে প্রীতি ভোজের আয়োজন করি। আশা করি প্রতি বছর এধরণের অনুষ্ঠান অব্যাহত থাকবে। সবাই আমার বাবা ও আমার পরিবারের জন্য দোয়া করবে, আমি যেন বাবার আদর্শ নিয়ে থাকতে পারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা কে এম আই খলিল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বশিরুল আলম মিয়াজী, আওয়ামী লীগের নেতা সাত্তার তালুকদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজাহান,ইঞ্জিনিয়ার আব্দুল মান্নানের বড় ভাই শিক্ষা অনুরাগী মোঃ আবুল কালাম, ভিপি রিপন, ছাত্র লীগের নেতা আপনসহ আরও অনেক।