বান্দরবানে পৌরসভার সাবেক কমিশনার চথোয়াই মং মার্মাকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্বজনরা জানান, বুধবার (২৩ মে) রাতে সদর উপজেলার উজি হেডম্যান পাড়ার বাগানবাড়ি থেকে জেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার চথোয়াই মং মার্মাকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছেনা।
এদিকে চথোয়াই মং মার্মাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।সময় টিভি