বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলি এলাকায় জমির ড্রেন পরিষ্কার করতে গিয়ে পাহাড় ধসে আবু বকর (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবু বকর ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে। দুর্ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, নিজের জমিতে কাজ করতে গিয়ে পাহাড়ের পাশে জমির ড্রেনে জমে থাকা মাটি সরানোর সময় হঠাৎ পাহাড় ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান কৃষক আবু বকর। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সূত্রঃ ঢাকা পোস্ট