মেঘনা রূপান্তর বাসের হেলপার নাসিম নিহতসহ আহত ৩
মোঃ শহীদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনা, মেঘনা রূপান্তর বাস সার্ভিসের ড্রাইভার শাহজাহান (৪০), মুকুল হোসেন (৪১), অজ্ঞাত পুরুষ (৩৫), আহত ও বাসের হেলপার নাসিম (১৮) নিহত হয়। জানাযায় ২৭ জানুয়ারি সোমবার রাত নয়টায় গাড়ি বন্ধ করে নিজ কাউন্টারে রেখে বাসায় যাওয়ার পথে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভাটেরচর এলাকায় গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। এর মধ্যে হঠাৎ ঢাকা গামী রোডে রড ভর্তি ১৬ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওদের উপর দিয়েই খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নাসিম নিহত হয় এবং গুরুতর আহত হয় শাহজাহান, অজ্ঞাত পুরুষ। আহত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লরিটির চাকায় জীবন্ত অবস্থায় আটকে পড়ে মুকুল। ফাঁদে পড়ে থাকা লরির চাকায় জীবন্ত আটকে থাকা মুকুলকে ফায়ার সার্ভিসের কর্মীরা সোমবার রাত সাড়ে নয়টা থেকে বারোটা পর্যন্ত আড়াই ঘন্টার শ্বাসরুদ্ধকর চেষ্টায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এদের মধ্যে শাহজাহান ও অজ্ঞাত পুরুষ ৩৫ নারায়ণগঞ্জের মোরগাপাড়া চৌরাস্তা এলাকার। জীবন্ত চাকার নিচ থেকে উদ্ধার হওয়া মুকুল হোসেন রাজধানীর ঢাকা রায়েরবাগ এলাকার বাসিন্দা। গজারিয়া ফায়ার স্টেশনের সাব অফিসার আলী আজগর জানান ফায়ার স্টেশনের দুটি ইউনিট এই উদ্ধার কাজে অংশ নিয়ে চাকায় আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে। ঢাকা থেকে জরুরি ভিত্তিতে আসা দুটি রেকার এই উদ্ধার কাজে সহায়তা করে। লরিটি ৪০ মেট্রিক টন লোড নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। লরিটির চালক ও হেলপার পালিয়ে গেছে। মেঘনা রূপান্তর বাস সার্ভিসের এমডি মোঃ হেলাল মিয়া জানান, শাহজাহান ও মুকুল মেঘনা রূপান্তর বাস সার্ভিসের ড্রাইভার এবং নিহত নাসিম বাসের হেলপার। ওরা গাড়ি বন্ধ করে বাস কাউন্টারে রেখে বাসায় যাওয়ার পথে ভাটেরচর এলাকায় গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিল এর মধ্যে এই ঘটনা ঘটে আহত দুজনের অবস্থা খুবই আশঙ্কা জনক, নিহত নাসিমের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।