পটুয়াখালী বাউফল উপজেলায় দৈনিক ইনকিলাব এবং প্রথম আলো সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দুজই গুরুত্বর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের বাজার রোড এলাকায় ঘটে এ ঘটনা। আহতরা হলেন, পটুয়াখালী বাউফলের দৈনিক ইনকিলাব প্রতিনিধি নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম এবং দৈনিক প্রথম আলো বাউফল প্রতিনিধি মিজানুর রহমান।
সাংবাদিক মাসুম সিদ্দিকী বলেন, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে কালাইয়া ইউনিয়নের বাজার রোড এলাকায় এলে আমার ওপর সন্ত্রাসী হামলা চালায় যুবলীগকর্মী শফি হাওলাদার। এ সময়ে আমাকে রক্ষা করতে এগিয়ে আসলে প্রথম আলোর এবিএম মিজানুর রহমান ও হামলার শিকার হন।
তবে কি কারণে তার ওপর হামলা চালানো হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেনি সাংবাদিক মাসুম সিদ্দিকী। এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, দ্রুত ব্যবস্থা নেয়া হবে।