Site icon দৈনিক আজকের মেঘনা

মৃত্যু দূত করোনা এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম।

মৃত্যু দূত করোনা

এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম

জীবন থমকে দাঁড়িয়েছে
ভালবাসা নিঃশেষ হয়ে যাচ্ছে
স্বজনরা হাসপাতালে আইসিওতে
অসুস্থদের জন্য কান্না করছে
হায়রে ভয়াল বিবর্ণ প্রাণঘাতী করোনা।

জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ অত্যাধুনিক ধরণীর
আকাশে বাতাসে করোনার বিষাক্ত নিঃশ্বাস
আতংক ভয় স্থলে- জলে মহাশূন্যে সর্বত্র,
শহর বন্দরগুলোতে শুনশান নীরবতা
কলকারখানা বাসা- বাড়ীগুলো যেন কয়েদখানা।
ব্যবসা বানিজ্যে নেমে এসেছে স্থবিরতা।

চীনের উহান হুবেই শহর থেকে
মৃত্যু দূত করোনা মহামারি আকারে
দাঁপিয়ে বেড়াচ্ছে শহর ব্ন্দর
দেশ থেকে দেশান্তর।

শরীর ব্যথা ঠান্ডা জ্বর শ্বাসকষ্টের নামক
নোবেল করোনা ভাইরাসে থাবায়
শত সহস্র আদম সন্তানের মৃত্যু
আক্রান্ত কয়েক সহস্র নারী শিশু যুবক বৃদ্ধ

জীবন বাঁচাতে শরীর ডেকে মুখে মাস্কপড়ে
মানুষ আর্তনাথ করছে আমরা বাঁচতে চাই।
অর্থ অস্ত্র ক্ষমতা পরাশক্তির অহংকার
চুরমার করে দিয়ে ফণা তুলছে করোন।
ভূস্বর্গে মানব কল্যানজনক অনেককিছু থেকেও
মানুষ আজ করোনার কাছে রিক্ত অসহায়।

তাইতো অসহায়ের সহায়
সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি
নোবেল করোনা ভাইরাসের গ্রাস থেকে
রক্ষা কর দয়াময় প্রভু এই মোর প্রার্থনা।
তারিখ : ১৮/০২/২০২০ ইং

FacebookTwitterEmailShare
Exit mobile version