Site icon দৈনিক আজকের মেঘনা

কুলিয়ারচরে ৫ জয়িতাকে সংবর্ধনা।

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

“ নারী-পুরুষ সমতা, রুখবে তারা সহিংসতা ও জয়িতা তোমরাই বাংলাদেশের উন্নয়নের বাতি ঘর” এসব প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে বেগম রোকেয়া দিবস পালিত ও ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ রাফিউল হক।

এসময় “জয়িতা অন্বষণে বাংলাদেশ” শীর্ষক উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ শাহিনুর খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ রায়হানা আক্তার, সফল জননী নারী কুলসুম বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী লুৎফা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সৈয়দা নাসিমাকে সংবর্ধনা দিয়ে তাদের হাতে ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।

FacebookTwitterEmailShare
Exit mobile version