গোপালগঞ্জে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদনপত্র গ্রহণ ও বিতরণ

বাংলাদেশ

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি, গোপালগঞ্জে লাইসেন্স প্রদানের সহজ প্রক্রিয়ার অংশ হিসেবে মুকসুদপুর উপজেলায় দ্বিতীয় ধাপে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জেলার মুকসুদপুর উপজেলা মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অতিরিক্ত টাকা খরচ ছাড়া কোন হয়রাণি না হয়েই এ প্রক্রিয়ায় ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন প্রায় হাজার খানেক ড্রাইভার। সড়ক পরিবহন আইন ২০১৮ অবহিতকরণ ও শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন, বিতরণ এবং গ্রহণ কার্যক্রমের আওতায় ।

 

এসব লাইসেন্স বিতরণ করা হয়। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমে অংশ নিয়ে ড্রাইভারদের মাঝে শিক্ষানবিশ লাইসেন্স বিতরণ করেন। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াসুর রহমান জানান, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ সেবা প্রদান করা হচ্ছে। উপজেলা মাঠে বিআরটিএ, স্বাস্থ্য বিভাগ, ব্যাংকসহ সব বিভাগের সহযোগিতায় হেল্পডেক্স, সত্যায়ন ডেক্স, রক্তের গ্রুপ সনাক্তকরণ বুথ, মেডিকেল বুথ, ক্যাশ কাউন্টার ও শিক্ষানবিশ লাইসেন্স প্রদান বুথ স্থাপন করা হয়। উপজেলা মাঠে সকাল থেকেই লাইসেন্স পেতে মুকসুদপুর, কাশিয়ানী, ফরিদপুর জেলার ভাংগা উপজেলার হাজারো শিক্ষানবিশ ড্রাইভার এসে জড়ো হন মুকসুদপুর উপজেলা কমপ্লেক্স মাঠে। সেখানে তারা বিভিন্ন ডেক্স ও বুথ ঘুরে শিক্ষানবিশ লাইসেন্স গ্রহন করেন। লাইসেন্স গ্রহীতা ও সেবা প্রদানকারীদের পদচারনায় উপজেলা পরিষদ প্রাঙ্গন উৎসব মুখর হয়ে ওঠে। লাইসেন্স হাতে পেয়ে গ্রহীতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন বিআরটিএতে গিয়ে লাইসেন্স করতে ড্রাইভাররা, হয়রানি, জটিলতার স্বীকার হচ্ছেন এ অভিযোগের পর জেলা প্রশাসন সহজে লাইসেন্স প্রদানের উদ্যোগ গ্রহন করে। লাইসেন্স প্রদানের সহজ প্রক্রিয়াটি সফল হলে এটি দেশের সব জায়গায় ছড়িয়ে দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.