Site icon দৈনিক আজকের মেঘনা

কুলিয়ারচরে সেলাই ও আয়রণ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন।

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এডভান্স লেভেলে সেলাই ও আয়রণ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান কর্মসূচী-২০১৯ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাইকা’র অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের ইউজিডিপি ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তত্বাবধানে অনুষ্ঠিত ১৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি
উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাইদা খানম মুক্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার জামাল নাসের খান ও জাইকা প্রতিনিধি রোজি পারভীন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম, ট্রেইনার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষক রুবিনা আরিফ, যুব উন্নয়ন ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষক মোঃ সোহাগ, যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম ও ক্যাসিয়ার আমির হোসেন সহ ৪০ জন প্রশিক্ষণার্থী।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ রাফিউল হক।

FacebookTwitterEmailShare
Exit mobile version