Site icon দৈনিক আজকের মেঘনা

ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েছে

ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহে রাসেল নামে আরো একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ আগস্ট) ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে, দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। আক্রান্তদের চিকিৎসায় তৎপর চিকিৎসক ও নার্সরা।

ময়মনসিংহ : গত ১৩ আগস্ট জ্বর নিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয় রাসেল। এ সময় পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। রোববার বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হয়। সন্ধ্যায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন ১৮৯ জন ডেঙ্গু রোগী।

বরিশাল : গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নতুন করে ৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৬ জনে।

গাজীপুর : গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নারী ও শিশুসহ ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের বেশিরভাগই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।

নীলফামারী : নীলফামারীতে এই পর্যন্ত ১৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদের অবস্থাও উন্নতির দিকে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় স্বল্প লোকবল নিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়া ভৈরব, ফরিদপুর ও নওগাঁয় বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

FacebookTwitterEmailShare
Exit mobile version