Site icon দৈনিক আজকের মেঘনা

রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরিওয়ালায়ার মৃত্যু।

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুতের তারে জড়িয়ে কামাল হোসেন (৫০) নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে কেরোয়া ইউপির কয়াল বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

মৃত কামাল হোসেন কুমিল্লা জেলার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের আব্দুস সালামের ছেলে । এঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

গ্রামবাসী জানান, মৃত কামাল হোসেন গত ১৬ বছর ধরে রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার ডাকাতিয়া নদীর পাড়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। প্রতিদিনের মতো বুধবারও ওই গ্রামের কয়াল বাড়ীর জাকির বাসার সামনে দিয়ে ফেরি করছিলেন। এসময় বিদ্যুতের তার মাটিতে পড়ে থাকায় চলার পথে ওই তারে জড়িয়ে ঘটনাস্থলেই সে মারা যান। পরে স্থানীয় লোকজন মৃত কামালের লাশ উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

রাত সাড়ে ৮ টায় তাকে তার গ্রামের বাড়ী কুমিল্লার হোমনায় এম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয়েছে।

রায়পুর পৌরসভার প্যানেল মেয়র ( ৩নং ওয়ার্ড কাউন্সিলর) কাজি নাজমুল কাদের গুলজার বলেন- মৃত কামাল হোসেন ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সাথে আমিও শোকাহত।

রায়পুর থানার উপ-পরিদর্শক গনেশ চন্দ্র পাল বলেন- ঘটনাটি খুবই মর্মান্তিক। মৃত কামালের স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

FacebookTwitterEmailShare
Exit mobile version