Site icon দৈনিক আজকের মেঘনা

মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ।

মোঃ আলাউদ্দি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান  প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
গতকাল (২৩ এপ্রিল) মঙ্গলবার ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বী  প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। কুমিল্লা জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুনীর হোসেন খান উপস্থিত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্দকৃত প্রতীকের মধ্যে রয়েছে বর্তমান উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার (মোটর সাইকেল),সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম (দোয়াত কলম), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তাজ (আনারস), উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী (ঘোড়া), নাসির উদ্দিন শিশির (কাপ পিরিচ)। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বরাদ্দকৃত প্রতীকের মধ্যে রয়েছে বর্তমান ভাইস চেয়ারম্যান মিলন সরকার (বই মার্কা),মোঃ রবিন মিয়া (তালা মার্কা),খলিলুর রহমান (টিউবওয়েল),আবুল কালাম আজাদ (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বরাদ্দকৃত প্রতীক মধ্যে রয়েছে নাসরিন সুলতানা (কলস মার্কা),মুক্তা জাহান (প্রজাপতি),বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন (হাঁস মাকা),হালিম আক্তার শিমু (ফুটবল)। অন্যদিকে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকিল মাহমুদ  ভাইস চেয়ারম্যান প্রার্থী সোমবার প্রত্যাহার করে নিয়েছে।প্রতীক বরাদ্দ পাওয়ার পরই প্রার্থীরা  প্রচারণায় নেমে পড়েন, আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

FacebookTwitterEmailShare
Exit mobile version