Site icon দৈনিক আজকের মেঘনা

বালাগঞ্জে প্রবাসীকে ১০হাজার ও ব্যবসায়ীকে ৩হাজার টাকা জরিমানা।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জে সরকারি নির্দেশনা মেনে হোম কোয়ারেণ্টাইনে না থাকায় সদ্য দেশে আগত ১জন প্রবাসীকে ১০হাজার টাকা এবং উপজেলার কালিগঞ্জ বাজারে ১ ব্যবসায়ীকে ৩হাজার জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের এ প্রবাসীকে জরিমানা করা হয়। অবশ্য গোপনীয়তার জন্য তার নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রান্ত জটিলতা এড়াতে সরকারি নির্দেশনার আলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বালাগঞ্জে দেশে আসা প্রবাসীদের বাড়ি বাড়ি নজরদারি জোরদার করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রবাসীকে এ জরিমানা করা হয়। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অংশ হিসেবে পৃথক অভিযানে কালিগঞ্জ বাজারে ভোক্তা অধিকার আইনে ১ব্যবসায়ীকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা) দেবাংশু কুমার সিংহ। এ ব্যাপারে আলাপকালে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হোম কোয়ারেণ্টাইন মেনে চলার ব্যাপারে দেশে আগত প্রবাসীদের ওপর নজরদারি অব্যাহত রয়েছে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে তদারকি করা হবে। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

FacebookTwitterEmailShare
Exit mobile version