Site icon দৈনিক আজকের মেঘনা

চাঁপাইনবাবগঞ্জে রাইস মিল মালিকদের নিয়ে জরুরি সভা

ইসারুল হক,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসকে কেন্দ্রে করে চালের বাজার স্থিতিশীল রাখতে রাইস মিল মালিকদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন এক জরুরি সভার আয়োজন করে।
বাজারে চালের মূল্য বৃদ্ধি করলে যে ধরনের ব্যবসায়ী হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না আর চালের দাম এবং ধানের দাম বৃদ্ধির জন্য গোটানো বা সাধারণ চাল মজুদ করে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকি-উজ-জামান।
আজ ২০ মার্চ ২০২০ শুক্রবার বিকেল চারটায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রাইস মিল মালিকদের নিয়ে সদর উপজেলা প্রশাসনের জরুরী সভায় তিনি এ কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. তাজকির-উজ জামান।
FacebookTwitterEmailShare
Exit mobile version