Site icon দৈনিক আজকের মেঘনা

বালাগঞ্জে অবৈধভাবে জলমহাল সেচে মৎস্য নিধনের অভিযোগ।

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জে পাম্প দিয়ে পানি সেচে সরকারি জলমহাল থেকে অবৈধভাবে মৎস্য নিধনের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানিয়েছেন, গত কয়েকদিন যাবত উপজেলা সদরের চাতল (গোরাপুর) জলমহালসহ বিভিন্নস্থানে পাম্প বসিয়ে পানি সেচে কথিপয় ব্যক্তিরা অবৈধভাবে মৎস্য আহরণের প্রক্রিয়া শুরু করে। এ ব্যাপারে হাওড়বাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এ দিকে গত সপ্তাহে স্থানীয় কুশারগ্রামের মিলাদ মিয়া গ্রামবাসীর পক্ষে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি পাম্প দিয়ে পানি সেচে জলাশয়ে অবৈধভাবে মৎস্য নিধনের সাথে জড়িত থাকার অভিযোগে অপরাধীদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা করেন।
এ ব্যাপারে আলাপকালে বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক সত্যতা নিশ্চিত করেছেন। বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ আলাপকালে জানিয়েছেন, পাম্প বসিয়ে পানি সেচে জলাশয়ে মাছ ধরা সম্পুর্ণ অবৈধ। এ কাজের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

FacebookTwitterEmailShare
Exit mobile version