আবারও বাংলাদেশ থেকে কর্মী নেয়ার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার (১৪ মে) পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন ও মানবসম্পদমন্ত্রী তান কুলাসেগারানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এ সময় ইমরান আহমদ বলেন, 'আগামী ২৯ ও ৩০ মে দুই দেশের দ্বিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে।'
আরো পড়ুন:- মালয়েশিয়ায় পাচারের সময় ৩৪ রোহিঙ্গা আটক
বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার শিগগিরই উন্মুক্ত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে নীতিগতভাবে একমত পোষণ করেছে বলেও জানান তিনি।
এছাড়াও বৈঠকে দেশটিতে অবস্থানরত প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়েছে। গত আট মাস ধরে বাংলাদেশি কোন কর্মী নিচ্ছে না মালয়েশিয়া। এতে অন্তত এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হারিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে আলোচনা করতেই বর্তমানে দেশটিতে অবস্থান করছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। তথ্য সূত্রে:- সময় টিভি