দ্রব্য মূল্যের উর্দ্ধগতি,কুড়িগ্রামের রেলওয়ের বাস্তুহারাদের পুর্নবাসন এবং কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপনসহ নানা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কুড়িগ্রাম জেলা কমিটি । ১৮ অক্টোবর(রবিবার) বেলা ১২টার দিকে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন বিজয় স্তম্ভ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । কুড়িগ্রাম জেলা ক্ষেত মজুর সমিতির সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম রাজুর সঞ্চালনায় এবং সভাপতি উপেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ ফজলুর রহমান,রংপুর বিভাগীয় সমন্বয়ক আশরাফুল আলম, উলিপুর উপজেলা কমিটির দেলোয়ার হোসেন,সিপিবি’র জেলা কমিটির প্রদিপ রায়,নুর মোহাম্মদ আনসার, রেলওয়ে জায়গায় বসতভিটা উচ্ছেদ এর পূর্নবাসন কমিটির মজিবর রহমান প্রমুখ । বক্তারা প্রতিবাদ সমাবেশে চিলমারী- রৌমারী সেতু নির্মান,আলু-চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম কমানো,কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বাংলাদেশ সরকারের কাছে ৭টি দাবি তুলে ধরেন । পরে সমাবেশ শেষে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল জেলা শহরের শাপলা চত্বর,কালীবাড়ি,পুরাতন বাজার,কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বিজয়স্তম্ভ চত্বরে গিয়ে শেষ হয় ।