বসন্তের আগমনে
এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম
ঋতুরাজ বসন্তের প্রভাতে নির্মল হাওয়া
শীতের কুয়াশার চাদর বিদীর্ণ করে
সূর্যের রক্তিম আভা
প্রকৃতিতে এসেছে নবযৌবনের ডাক।
চারিদিকে ছরিয়েছে রঙের ছোঁয়া
কচি পাথার বৃক্ষরাজিতে
ফুটেছে পলাশ জবা- শিমুল ফুল
প্রেমিক হৃদয়ে ভালবাসার রঙ্গিন প্রদীপ।
ষোড়শী তরুণীর চঞ্চলা চন্দে
ধরণী সেজেছে বাহারি সাজে
তরুণীদের গায়ে বাসন্তী শাড়ি জামা
খোপায় গোলাপ-বেলি গাঁদাফুলের মালা
হাতে হলদে-গোলাপি লাল কাচের চুড়ি,
তরুণেরা বাসন্তী রঙের পাঞ্জাবি-ফতুয়া
হাতে গোলাপ ফুল।
ভালবাসার বাঁধভাঙা আবেগের জোয়ারে
প্রেমিকযুগল দু’জনে দু’জনার
চোখে চোখ রেখে গাইছে প্রেমের গান।
মধ্যরাতের নির্জনে হৃদয়ের গহিনে
আকঁছে প্রিয়সীর মধুর ছবি,
বসন্তের উতলা হাওয়ায় হারিয়ে যাবে
দিগন্তের মরুপথে কিংবা পাহাড় অরণ্যে
ভ্যালেন্টাইন ডেতে ভালোবাসার দিনে।
শান্ত শীতল স্নিগ্ধ ভোরের হাওয়ায়
কোকিলা কন্ঠে পাখিদের কলরব
হৃদয়ের গহিনে মৌমাছিদের গুঞ্জন
ঋতুরাজ বসন্তের আগমনে।
তারিখ ঃ ১৪ ফেব্রুয়ারি ২০২০