লিটন সরকার বাদল,
দাউদকান্দি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন,
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া।
১৮ ডিসেম্বর বুধবার বিকালে পৌরসভার বিশ্বরোডস্থ মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য মেজর জেনারেল(অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেন,
বর্তমান সরকার দেশের সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও হাসানপুর শহিদ নজরুল সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসার জাকির হোসেন জামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন রকিব।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার খোরশেদ আলম, মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।