বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন বলেছেন, কাশ্মীরে মুসলমানদের উপর বর্বর হত্যাকাণ্ড ও নির্মম নির্যাতন চলছে।
এ বর্বরোচিত হত্যাকান্ডের কসাই হলো নরেন্দ্র মোদি। যে নামটি বর্তমান বিশ্বের সবচেয়ে ঘৃণিত নাম। কাশ্মীরের মুসলমানদের উপর মোদির নির্মমতা ফেরাউন, নমরুদ ও সিমারকেও হার মানিয়েছে। ফেরাউন, নমরুদ ও সিমার যেমনি ভাবে বিশ্ববাসীর কাছে ঘৃণিত মোদিও কেয়ামত পর্যন্ত ঘৃণিত হয়েই থাকবে। তাদের যে করুন পরিনতি ভোগ করতে হয়েছিল, মোদিকেও আরো ভয়াবহ পরিনতি ও লজ্জাজনক পরাজয় বরণ করতে হবে। ইনশাআল্লাহ কাশ্মীর আজাদ হবে, মুসলমানদের বিজয় হবে।
আজ কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে হযরত হুসাইনের মত ঈমানী বল নিয়ে কাশ্মীরের মুসলমানদের রক্ষায় সকল মুসলমানদের এগিয়ে আসতে হবে।