বরগুনার পাথরঘাটা উপজেলার সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ওই হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান। মৃত সুমাইয়া আক্তার মনি (২৩) ওই উপজেলার চরদুয়ানী ছয়রাবাদ গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান মিঠুর স্ত্রী।
সুমাইয়ার স্বামী মাহবুবুর রহমান মিঠু বলেন, “সোমবার রাত ১১টার দিকে বাথরুমে যাচ্ছিল আমার স্ত্রী। বাথরুমে ঢোকার সময় তাকে সাপে কামড় দেয়। “পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে চারটি ইনজেকশন দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।”
তিনি বলেন, “বাড়িতে আবার অসুস্থ হয়ে পড়লে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকাল ৯টার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।” ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, “সুমাইয়াকে মৃত্যু ঘোষণার পর স্বজনরা লাশ নিয়ে চলে গেছে।” সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম