বজ্রপাতে জীবন কেড়ে নেওয়ায় মাছ ধরে আর বাড়ি ফেরা হলোনা খন্দকার কামরুল হাসান (১৩) নামে এক কিশোরের। সে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড় ছয়সূতী গ্রামের প্রখ্যাত মাওলানা সানাউল্লাহ হুজুরের বাড়ির খন্দকার হারুন অর রশিদের ছেলে। শনিবার (৬ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী চকবাজারের উত্তর-পূর্ব পাশে একটি জলাশয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ওই কিশোরের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। এ সময় খন্দকার কামরুল হাসান তার বাড়ির সামনের জলাশয়ে মাছ ধরতে নামেন। তখন ওই জলাশয়ে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই তালুকদার সাংবাদিকদের বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোর মারা গেছেন বলে আমি খবর পেয়েছি। তবে এটি খুবই দুঃখজনক ঘটনা।