কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে মোঃ ফাহাদ (১৪) নামে স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আসাদপুর ইউনিয়নের পাতালিয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফাহাদ ওই গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে এবং দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বাবার সাথে জমি থেকে ধান আনতে গেলে সন্ধ্যায় পথে ইফতারের আগে বজ্রপাতে আহত হয় ফাহাদ। স্থানীয়রা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরফরাজ আহম্মেদ বজ্রপাতে স্কুল ছাত্র ফাহাদ নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেন।