গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নিবেদন করেছেন “মুক্তিযুদ্ধ মঞ্চ” গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় তারা জাতির পিতার সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুসহ ৩০ লক্ষ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সম্পাদক শেখ সাঈদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি লুৎফর রহমান, সম্পাদক সোহাগ খান, পিরোজপুর পৌর শাখার সম্পাদক রোমান হাওলাদার সহ মুক্তিযুদ্ধ মঞ্চের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।