দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন টুঙ্গিপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম নাসিম।
রবিবার বেলা ১১ টায় তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু সহ নিহত পরিবারবর্গ ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।
এসময় টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সিরাজুল হক সর্দ্দার, এসআই দেলোয়ার হোসেন, শাহ-জামাল সহ প্রম‚খ উপস্থিত ছিলেন।
জানা যায়, এ.এফ.এম নাছিম ফরিদপুর কোতোয়ালি থানা থেকে গত ১৫ ই নভেম্বর শুক্রবার টুঙ্গিপাড়া থানায় যোগদান করেন।