বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির উদ্যেগে মাক্স বিতরণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
গতকাল সোমবার সকাল ১০টায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ এর নেতৃত্বে তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় জন সচেতনতা বৃদ্ধি ও করোনা প্রতিরোধে মাক্স বিতরন করেন।
মাক্স বিতরণ শেষে খনি মোড়ে সংগঠনের কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, সংগঠনের সদস্য মাজেদুল ইসলাম, মদন চন্দ্র পাল, মোঃ মোস্তাফিজুর রহমান, শ্রী বিধান চন্দ্র রায়, শেখ আজাদ সহ অন্যন্য শ্রমিকগণ। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।