বগুড়ার সান্তাহার পৌরসভার অনুমোদন ছাড়ায় মাদকদ্রব্য পণ্যাগারে সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে ও চলাচলের রাস্তার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বেলা ১২টায় সান্তাহার মাদকদ্রব্য পণ্যাগারের মূলফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অনেকেই অংশ নেন।সাম্প্রতি সান্তাহার মাদকদ্রব্য পণ্যাগার পৌরসভার অনুমোদন না নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন বলে অভিযোগ পাওয়া যায়। ফলে চলাচলের রাস্তা পাওয়া থেকে বঞ্চিত হয় ওই মহল্লাবাসী। এতে পণ্যাগারের নির্মাণাধীন প্রাচীরটির পশ্চিম পার্শ্বের উত্তর-দক্ষিন বরাবরে দুটি মৌজার সংযোগস্থল দিয়ে জনসাধারণের চলাচলের জন্য ৮-৯ ফুট প্রশস্ত রাস্তা রাখার জন্য এলাকাবাসী পৌরসভায় একটি গণদরখাস্ত দাখিল করেন। আর এবিষয়ে পৌরসভা তাদের বিধি মোতাবেক নির্মাণ কাজ করার জন্য মাদকদ্রব্য পণ্যাগার বরাবর একটি লিখিত নোটিশ করেন। তবে মাদকদ্রব্য পণ্যাগার সেটি গ্রহন না করে নির্মাণ কাজ অব্যহত রেখেছেন। এ নিয়ে গণমাধ্যমে গত কয়েকদিন ধরে প্রতিবেদন করা হয়। ভূক্তভোগীরা মানববন্ধন করে বিতর্কিত সীমানা প্রাচীর সরিয়ে চলাচলের রাস্তা দেওয়ার দাবি জানান। বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান জানান, প্রাচীর নির্মাণ করার জন্য গণপূর্ত বিভাগকে বরাদ্দ দেয়া হয়েছে যদি কোনো ধরনের অনুমোদনের প্রয়োজন হয় তাহলে বিষয়টি তারাই দেখবেন। বগুড়ার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাকী উল্লাহ বলেন, সরকারি কাজে কোনো অনুমোদন নিতে হয় না। সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, লোকজনের চলাচলের জন্য রাস্তা রাখা উচিত। তাছাড়া তারা পৌরসভার অনুমোদন ছাড়াই সীমানা প্রাচীর নির্মাণ শুরু করলে পৌর বিধি বাস্তবায়নের জন্য একটি নোটিশও পাঠানো হয়। কিন্তু সেটি গ্রহণ না করে প্রাচীর নির্মাণ কাজ করে যাচ্ছেন।