শুক্রবার (১৭ এপ্রিল) মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম। গত বুধবার চেয়ারম্যানের গ্রামের বাড়ি দামগাড়া থেকে শিবগঞ্জ থানা পুলিশ ৩৩০ কেজি ত্রাণের চাল উদ্ধার করার পর রাতেই তাকে আটক করে। পরে গতকাল বৃহস্পতিবার ৫৪ ধারায় তাকে জেল হাজতে পাঠানো হয়।
দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, চাল আত্মসাতের ঘটনা তদন্ত করে ওই চেয়ারম্যান জড়িত থাকার প্রাথমিকভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় নিজেই বাদী হয়ে মামলা করেছেন।