বগুড়া আদমদীঘি সান্তাহার পৌরসভা চত্বরে আজ রবিবার সকাল ১১ টায় নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এক অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় অংশ নেন নওগাঁ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার শফিউল ইসলাম। এছাড়া উক্ত অগ্নিনির্বাপক মহড়ায় আরো অংশগ্রহণ করেন নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নায়েক সুবেদার সিরাজুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স। এছাড়া উক্ত মহড়ায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভা প্যানেল মেয়র এবং ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জার্জিস আলম রতন, সান্তাহার পৌরসভা সহকারী প্রকৌশলী রেজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সান্তাহার পৌর এ্যাসের বিকাশ চন্দ্র রায় সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এবং শান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিসুর রহমান ও এটিএসআই মোঃ ওয়াদুদ হোসেন উপস্থিত ছিলেন।