বগুড়ার আদমদীঘিতে বাপ্পি (২০) এবং রঞ্জন রবিদাস (২৫)
নামের দুই যুবক বিষাক্ত গ্যাসবড়ি সেবন করে আত্মহত্যা করেছে। বাপ্পি উপজেলার
নসরতপুর ইউপির গ্রাম পুলিশ শীতলাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং রঞ্জন রবিদাস
তালশন গ্রামের বড়ুুয়া রবিদাসের ছেলে। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার বিকেলে এই দুই আত্মহত্যার ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় ইউ.ডি মামলা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের আত্মহত্যার কারন জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রাম পুলিশের ছেলে বাপ্পি বিষাক্ত
গ্যাসবড়ি সেবন করে। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার
পথে রাত সাড়ে ৯টায় সে মারা যায়। অপরদিকে রঞ্জন রবিদাস শুক্রবার দুপুরে তার
বাড়িতে বিষাক্ত গ্যাসবড়ি সেবন করে। তাকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ
জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
বগুড়ার সান্তাহারে ফলজ বাগানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
মোঃ আতিকুর হাসান সজিব, আদমদীঘি, (বগুড়া), প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার নতুন বাজার এলাকার
জনৈক তমিজ উদ্দিনের একটি ফলজ বাগানে আম, সুপারি, পেয়ারা, পেঁপেসহ বিভিন্ন
জাতের ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কে-বা
কারা এই ঘটনা ঘটায়। আদমদীঘির সান্তাহার নতুন বাজার এলাকায় বসবাসকারি তমিজ উদ্দিন জানান, তার জায়গায় আম সুপারি, পেয়ারা, লেবু, কলা, পেঁপেসহ বিভিন্ন জাতের ফলজ গাছের বাগান করেন। লাগানো অনেক গাছই বড় হয়ে এবার ফল ধরেছিল আবার অনেক গাছে ফল আশার উপক্রম হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে শক্রতাবসত বাগানের ফলজ গাছ কেটে ফেলে বিপুল ক্ষতিসাধন করেছে। উক্ত ঘটনায় সান্তাহার পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।